ব্যারাকপুর মোহনপুর পশ্চিম পাড়া এলাকায় রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা পাঁচিল : বন্ধ রাস্তা সংস্কারের কাজ

নিজস্ব সংবাদদাতা: পাড়ায় চলার রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা পাঁচিল, আর সেই ঘিরেই বন্ধ রাস্তা সংস্কারের কাজ। সমস্যায় এলাকাবাসীরা। ব্যারাকপুর মোহনপুর পশ্চিম পাড়া এলাকায় রাস্তা সম্প্রসারণ কে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদের অন্তর্গত পশ্চিম পাড়া এলাকায় রাস্তা সম্প্রসারণে কাজ করা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে। কিন্তু সেই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মানস চক্রবর্তী বাড়ির দেওয়াল প্রয়োজনীয় রাস্তার জমির মধ্যে চলে আসছে। রাস্তা তৈরীর প্রয়োজনে স্থানীয় বাসিন্দারা তাকে দেওয়ালের একটি অংশ ভাঙ্গার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি সেই বিষয়ে কর্ণপাত না করে প্রশাসনের দ্বারস্থ হন।এমন পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রিংকি মাহাতোর নেতৃত্বে এলাকাবাসীরা দেওয়ালের একটি অংশ ভেঙে দেয়া হয় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে অভিযোগকারী মানস চক্রবর্তী জানান, তাকে ভয় দেখানো হচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী সহ স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাদের পক্ষ থেকে। এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই যাতায়াতের অযোগ্য ফলে বহু আবেদন নিবেদন করেই রাস্তা সংস্কারের ছাড়পত্র মিলেছে। তাই স্থানীয় বাসিন্দারা চাইছেন যাতে নিজেদের প্রয়োজনেই রাস্তাটি সংস্কার হলে সুবিধা হবে তাদের।স্থানীয়দের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে কোন সময় প্রয়োজন হলে ঢুকতে পারে না কোন যানবাহনই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাস্তাটি সংস্কার হয় সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে স্থানীয়দের। ইতিমধ্যে স্থানীয় বহু মানুষ রাস্তার সংস্কারের জন্য তাদের জমি ছেড়ে দিয়েছেন বলেও জানা যায়। তবে রাস্তার পাশের এই অতিরিক্ত পাচিল ঘিরেই এখন সমস্যা তৈরি হয়েছে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা তৈরীর কাজ।