বার্ষিক অনুষ্ঠানে সামাজিক কর্মসূচী আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের

রহমতুল্লাহ, সাগরদিঘী : শনিবার সাগরদিঘীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠান কে সামনে রেখে মেগা কর্মসূচী অনুষ্ঠিত হলো, রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ, অক্সিজেন সিলিন্ডার পরিষেবা ও চক্ষু পরীক্ষা শিবির সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচী।

    মন্ত্রী আখরুজ্জামানের পতাকা উত্তলনের মধ্যদিয়ে শুরু হয় এদিনের মেগা কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রেরণাদায়ক বক্তা আবেদীন হক আদি, বিধায়ক বাইরন বিশ্বাস, এসডিপিও প্রবীর মন্ডল, অভিনেতা রবিন দত্ত, পরিতোষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

    আনিকা ইংলিশ মিডিয়ামের কর্ণধার আবুল কালামের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

    এদিন ৮০০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। শিবিরে ১৭০ জন রক্তদান করেন বলে জানান তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলাম।