|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলায় মহকুমা ভিত্তিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা মূলক খেলাধুলা শুরু হলো। ৩ ফেব্রুয়ারি-২০২৩, শুক্রবার ইন্দাস উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিষ্ণুপুর মহকুমার ১২ টি চক্র সম্পদের প্রাথমিক,নিম্ন-বুনিয়াদী, মাদ্রাসা (প্রাথমিক), ও শিশু শিক্ষাকেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ছাত্র ছাত্রীদের মধ্যে ৯তম ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের অর্থানুকুল্যে বিষ্ণুপুর মহকুমা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া উদযাপন কমিটি-২০২২ এর ব্যবস্থাপনায় ও ইন্দাস পঞ্চায়েত সমিতির পরিচালনায় ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে এক বর্ণাঢ্য সমারোহে অনুষ্ঠিত হয়। সকাল- ৮ টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের সুত্রপাত-। অতিথি বরণ,পতাকা উত্তোলন,নীরবতা পালন পায়রা ওড়ানো, প্রতিযোগীদের মাঠ প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাগত ভাষণ, তোপধ্বনি শপথ বাক্য পাঠ ইত্যাদির পর প্রতিযোগিতার সূচনা। মোট ৩৬৮ জন প্রাথমিক পর্যায়ের এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রতিযোগীর সংখ্যা ৮০জন। বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস বিষ্ণুপুর এস ডি পি ও কুতুবুদ্দিন খান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ার পার্সন বসুমিত্রা সিংহ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জেলা সমন্বয় আধিকারিক রুমা দে, ইন্দাস বি ডি ও মানসী ভদ্র,ইন্দাস ও সি সোমনাথ পাল পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন,সহ সভাপতি সুব্রত হাজরাএবং কর্মাধ্যক্ষগণ,এছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রধানগণ, মহকুমার অন্যতম করিশুণ্ডা জি পি-র প্রধান সৈয়দ হোসনে রাব্বি, ইন্দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব পাল প্রমুখ।অন্যান্য বিশিষ্টদের মধ্যে জেলা টি এম সি সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, জেলা শিক্ষা সেলের চেয়ারম্যান প্রণব হাজরা,ডঃ প্রসেনজিৎ সরকার,বিশিষ্ট সমাজ সেবী সেখ হামিদ, নাসের আলি মোল্লা,চন্দন রক্ষিত প্রমুখ। সঞ্চালক ছিলেন আব্দুল গফ্ফার।এছাড়াও বিভিন্ন চক্র সম্পদের এস আইগণ এবং বিদ্যালয়,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ। সাধারণ আগ্রহী মানুষদেরও উপস্থিতি ছিল দেখার মতো।সবার শেষে পুরষ্কার বিতরণ।