|
---|
শেখ আতিউল্লা, নতুন গতি , পূর্ব মেদিনীপুর : নানা সমারোহের মধ্য দিয়ে ইংরেজি ২৮/০৮/২০১৯ এবং ২৯/০৮/২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল ডাঃ ওসিয়ার রহমান মেমোরিয়াল একাডেমির ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠান।
এই অনুষ্ঠানকে সামনে রেখে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রথম দিন শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগীতার শুভ সূচনা করা হয়। দ্বিতীয় দিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সেক নাসিম আহমেদ মহাশয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীয় হাবিবুর রহমান সাহেব, কো- মেন্টর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের সম্পাদক ওমর ফারুক মহাশয় বিদ্যালয়ের অগ্রগতির আগামীর পরিকল্পনা ব্যক্ত করেন। তিনার এই সুমহান চিন্তা ভাবনা গুলোকে বাস্তবায়ন করতে আপামর জনসাধারণকে সামিল হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা মহাশয়া ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্য খুবই মূল্যবান বক্তব্য রাখেন। এবং সেইসঙ্গে আগামী শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম প্রদানের সূচনা করেন।