বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ক্লারেট স্কুলে

নূর আহমেদ, মেমারি, : ৩০ ডিসেম্বর ২০২৪,মেমারি গোপ গন্তার – ২ পঞ্চায়েতের অধীন সাহানগর ক্লারেট স্কুলে আজ ২৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রিসিপেল ফাদার পিটার জনসন বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন। প্রধান অতিথি ছিলেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস। মোট ২০টি ইভেন্টের উপর ৩০০ প্রতিযোগী আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত বিভিন্ন দূরত্বের দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি সাজো সহ সংগীতের তালে তালে নৃত্য প্রভৃতি অনুষ্ঠিত হয়। ক্রীড়া শিক্ষক অরিজিৎ মল্লিক সমগ্র খেলাটি পরিচালনা করেন।