|
---|
নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘী : করোনার আবহে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর নামক একটি ছোট্ট গ্রাম থেকে পথ চলা শুরু করে সবুজ বার্তা সাহিত্য পত্রিকা। সবুজ বার্তা সাহিত্য পত্রিকার সম্পাদক রহমতুল্লাহর আহ্বানে ২০২২ সাল থেকে শুরু হয় সাগরদিঘী সাহিত্য উৎসব এবং গত দুই বছর সাফল্যের সঙ্গে এই উৎসব সম্পন্ন হয়েছে, ১লা ডিসেম্বর রবিবার তৃতীয় বর্ষ সাগরদিঘী সাহিত্য উৎসব-২০২৪ অনুষ্ঠিত হল সাগরদিঘীর বিডিও অফিসের কমিউনিটি হলে। এদিনের অনুষ্ঠানে সবুজ বার্তা সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি সংখ্যা প্রকাশ করা হয়। এদিন বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, প্রাবন্ধিক মজিবুর রহমান সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ সাদউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য উৎসবের সভাপতি তথা বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বজন রায়, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান, তৈমুর খান, সাধনকুমার রক্ষিত, অধ্যাপিকা ড. দেবযানী ভৌমিক চক্রবর্তী, সপ্তর্ষি সাহা, তামিজুদ্দিন মল্লিক, মোমেনা খাতুন, যোগেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
এদিন সাহিত্য পত্রিকা প্রকাশ ছাড়াও বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ, কবি কন্ঠে কবিতা পাঠ, গান, আবৃতি, কবি সম্মাননা, সাংবাদিকদের নির্ভীক সম্মাননা এবং গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। আট জন অতিথির হাতে বিশেষ বিভাগে চারণ কবি গুমানি দেওয়ান স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে ড. কমল কৃষ্ণ সরকার, সাহিত্য ক্ষেত্রে মোহাম্মদ সাদউদ্দিন ও আব্দুর রউফ, সাংবাদিকতা ক্ষেত্রে বিমান হাজরা, সমাজসেবা ক্ষেত্রে মাইনুদ্দিন শেখ ও ইফতিকার আলম, শিল্প ক্ষেত্রে অভিনেতা রবীন দত্ত ও শচীন পালের হাতে গুমানী দেওয়ান স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্পাদক রহমাতুল্লাহ বলেন, ‘অনুষ্ঠানে সাগরদিঘীতে সাহিত্যচর্চার জন্য বেশ কয়েকটি দাবি রেখেছি। বিশেষ করে সাগরদিঘীর মাটিতে যেন একটা সাহিত্য ভবন গড়ে ওঠে, আশা করছি সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা আগামীতে আরও বৃহৎ আকারে সাহিত্য উৎসব করার চেষ্টা করবো।’ সব মিলিয়ে রবিবার সারাদিনব্যাপী তৃতীয় বর্ষ সাগরদিঘী সাহিত্য উৎসব জমজমাটভাবে করা হল।