বার্ষিক সঙ্গীতানুষ্ঠান মেমারিতে

নূর আহমেদ : ১ ডিসেম্বর,রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডের মাঝেড়পাড়াতে হিন্দোল সঙ্গীতবীথির বার্ষিক সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হলো। বিশিষ্ট সংগীতশিল্পী অন্নেষা মুস্তাফি পরিচালিত এই গানের স্কুলের ১৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।