|
---|
সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) : ২২শে ডিসেম্বর ২০২৪ চন্ডীতলা থানার অধীনে সনকা শিবতলা বারুই পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা এছাড়া এছাড়া প্রতিবন্ধীদের ওয়ার্কিং স্টিক ও কম্বল বিতরণ ছাড় ও প্রতিবন্ধী কান্সার রোগীকে আর্থিক সহযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা হলো বারুই পাড়ায়। পরিচালনায় সনকা ইউথ ক্লাব এবং হিউম্যান রাইটস ফোর্সের উদ্যোগে ভালোভাবে সমাপ্ত হলো উক্ত অনুষ্ঠান গুলি। উল্লেখ্য প্রদত্ত গ্রামে খেটে খাওয়া মানুষের এবং ছেলেমেয়েদের খুশির আমেজ লক্ষ্য করা যায় এলাকার সকলেই ভীষণ আপ্লুত। রক্ত দান করেছেন ৫০জন,প্রতিবন্ধী দের হুইল চেয়ার/হাতে ধরা লাঠি – সিঙ্গেল/চৌকো,শীতবস্ত্র প্রদান 60 বছরের উপরের আর্থিকভাবে পিছিয়েপাড়া মানুষদের, সংস্কৃত অনুষ্ঠান ও নাটক কেষ্ট,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ নন্দী মহাশয় (প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ফোর্স) সুরজিৎ পাকিরা (অল ইন্ডিয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট) শাহানারা বেগম(অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ওমেন সেল) সনজিৎ মন্ডল (জেনারেল সেক্রেটারী ওয়েস্ট বেঙ্গল) জয়ন্ত দাস (জয়েন্ট সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল)মারাই বৈদ্যা(জয়েন সেক্রেটারী ওয়েস্ট বেঙ্গল) এছাড়াও উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন পদাধিকার কর্মীবৃন্দ এবং হুগলী কুমির মোরা ব্রাঞ্চের বিভিন্ন কর্মী।