|
---|
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে সাইকেলে ধাক্কা মারল মুরগির গাড়ি, এই ঘটনায় শিবানী মন্ডল ও মুর্শিদা ঢালি নামের ২ মহিলা মারা যান। ওই ২ মহিলার বাড়ি বারুইপুরের রামনগরে। ওই ২ মহিলা সাইকেলে চেপে ওষুধ দোকানে কাজ করতে যাচ্ছিলেন। সেসময় ক্যনিং রোড ধরে আসা একটি মুরগির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। ঘটনার পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এই ঘটনার পর লরির চালক পালিয়ে যেতে সক্ষম গেলেও, খালাসিকে আটক করেছে পুলিশ।