|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ ডক্টরস ডে তে ডাক্তারদেরকে বিশেষ সম্বর্ধনা দিলেন বারুইপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, বারইপুর পুলিশ সুপার মিস পুস্পা আইপিএস।
আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন। আজ ডক্টরস ডে।ডক্টরস ডে দিবসে বারুইপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাক্তারদের দেওয়া হলো বিশেষ সম্মান।বারুইপুর ROB এর কাছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাক্তারদের নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারুইপুর হাসপাতালের সুপার ধীরাজ রায়, এসিস্টেন্ট সুপার শ্যামল চক্রবর্তী,অর্থপেটিক ডাক্তার শান্তুনু মন্ডল এবং স্বর্প বিশেষজ্ঞ ডাক্তার সমরেন্দ্র রায় ক্যানিং মহাকুমা হাসপাতাল।যারা প্যান্ডামিকের সময় বুকপেতে কাজ করেছে, সেইসব ডাক্তার বাবুদের হাতে শুভেচ্ছা পত্র,গাছের চারা এবং ফলের ঝুড়ি তুলে দিলেন বারুইপুর জেলাপুলিশ সুপার মিস পুষ্পা, আই পি এস। ছিলেন বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার জোনাল ইন্দ্রজিৎ বসু, ট্রাফিক হেডকোয়ার্টার মাকসুদ হাসান, ডি ওয়াই এস পি সৌম্য শান্ত পাহাড়ি, এসডিপিও ইন্দ্র বদন ঝা এবং বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবকুমার রায়, ওসি ট্রাফিক সঞ্জয় কুমার।