বাসন্তীর গৃহবধূ রা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে নদী ভাঙন রোধ করতে

 

    আসিফ মোল্লা,নতুন গতি,ঝড়খালীঃ
    আয়লার সেই বিরল স্মৃতি এখনো মনের মধ্যে থেকে মুছে যায়নি সুন্দরবনবাসির মন থেকে। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের নফরগঞ্জের বিরিঞ্চিবাড়ি লাগোয়া বিদ্যাধরী নদীবাধের কিছু জায়গায় নদী বাধের ভাঙন ধরা শুরু করেছে। রাজ্য সরকারের উদাসীন ভাবনা গ্রামের মানুষের কাছে আরো বেশী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনের মাছ, কাঁকড়া ধরা, মধু কাঠ সংগ্রহ করা মানুষগুলো আজ নিজেরাই এগিয়ে এলেন নদী বাঁধ রক্ষা করতে।

    বিরিঞ্চিবাড়ি গ্রামের ৯০জন গৃহবধূরা লেগে পড়েছে নদীর বাঁধ রক্ষায়। প্রথমে দল বেধে তারা নদীতে ভেসে আসা ম্যানগ্রোভ ফল সংগ্রহ করে, তারপর বাছাই করা,নিজেদের মধ্যে গ্রুপে ভাগ হয়ে যাওয়া,এরপর যে সমস্ত যায়গায় নদী বাধের ভাঙন শুরু হয়েছে সেই জায়গায় পরিকল্পনা মাফিক ফল বসানো।গ্রামের দ্রৌপদী মাইতি,গীতা সাঁতরারা প্রমুখ আশা করেন সকলে এভাবেই এগিয়ে এলে নদী বাধ রক্ষা করা যাবে এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।