|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : করোনার রেস কাটিয়ে প্রায় স্বাভাবিক সাগরদিঘী এলাকা, বসন্ত উৎসব উপলক্ষে আনন্দে মাতোয়ারা সাগরদিঘী বসন্ত উৎসব কমিটির সমস্ত সদস্য থেকে শুরু করে সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস, সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জী সহ সাগরদিঘী এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন সকাল ৯:৩০ নাগাদ সাগরদিঘী এলাকা পায়ে হেঁটে উৎসবের শুভ সূচনা করে। বসন্ত উৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন হয় সাগরদিঘী এস. এন.উচ্চ বিদ্যালয় চত্বরে। এই অনুষ্ঠানে বিভিন্ন ডান্স গ্রুপ এর ছাত্র-ছাত্রীদের নিত্য সঙ্গীত এর উন্মাদনা ছিল চোখে পড়ার মত। বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস, সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জী, রবীণ দত্ত, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, শচীন পাল প্ৰমুখ। উৎসব কমিটির বিশেষ অনুরোধে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী জয় কুমার ধারা, তবলায় সঙ্গ দিয়েছেন সন্দীপ দাস মহাশয়।