ভাষা দিবসের অনুষ্ঠানে ঢাকায় সংবর্ধিত হলেন মেহেবুব হাসান।

লুতুব আলি, বর্ধমান, ১ মার্চ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার তিনটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সংবর্ধিত হলেন বর্ধমানের ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহেবুব হাসান। কেন্দ্রীয় শহীদ মিনারে ও বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা র শহীদ মিনারে আয়োজিত মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন মেহেবুব হাসান। অন্যদিকে বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কণা সহযোগিতায় ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও কল্যাণ সমিতি, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানটি হয় বাসিকপ প্রেক্ষাগৃহে। এখানেও তিনি মনোজ্ঞ অনুষ্ঠানে যোগদান করে সংবর্ধিত হন। দুই বাংলা র ছয়জনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদক ২০২৩ প্রদান করা হয়। এই ছয়জনের মধ্যে অন্যতম ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিশিষ্ট নৃত্যশিল্পী ও পরিচালক তথা বর্ধমান ছন্দমের অধ্যক্ষ মেহেবুব হাসান। তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান সরকার, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক যুগ্ম সচিব ড: অমলকান্তি রায় ও সুশান্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ টি এম মমতাজুল করিম। অপর এক অনুষ্ঠানে ধানমন্ডি র সোহানবাগে বিবিপি পি আয়োজিত অনুষ্ঠানেও মেহবুব হাসান উচ্চ প্রশংসিত হন। এখানে বাফা আয়োজিত উচ্চাঙ্গ সংগীত ২০২৩ অনুষ্ঠানে ও তিনি সকলের নজর কাড়েন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু, কবি মোহাম্মদ ফজলুল রহমান, সংগীত গুরু অধ্যাপক হারুন আল রশিদ, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী খাইরুল জামান কায়ুম প্রমুখ। বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত লাকি, সংগীত, নৃত্য, আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু, ও একুশে পদক প্রাপ্ত নৃত্য গুরু আমানুল হক।