ভাসমান ভেলায় সব্জি চাষ

বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলীর মৈপিঠ বৈকুন্ঠপুর অঞ্চলের কিশোরী মোহনপুর শ্রীকান্ত পল্লীতে ভাসমান ভেলায় সব্জি চাষ চলছে। যা নজর কাটছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রতিবছর নদী বাঁধ ভেঙে লবণাক্ত জল চলে আসায়- সব্জি ক্ষেত ধান ক্ষেত মাছের ভেড়ি প্লাবিত হয়ে প্রচুর ক্ষতি হয় চাষীদের। আর তার হাত থেকে রেয়াই পেতে তথা চাষবাসকে রক্ষা করতে সেভ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নির্মিত হয়েছে কুলতলীতে ভাসমান ভেলায় চাষ। তাদের উদ্যোগে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালন করার পাশাপাশি কুলতলির মৈপিঠ কোস্টাল থানার কিশোরী মোহনপুরের শ্রীকান্ত পল্লীতেই এমনই কর্মকাণ্ড শুরু হওয়ায় কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য কথায় উঠে এলো কৃষকদের নতুন দিশা দেখাবে এমনি পদ্ধতিতে চাষাআবাদ। কুলতলী ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক শীর্ষেন্দু দাসের কথায় এখানকার উন্নত মানের মাছ কাঁকড়া ও সব্জি চাষ নজর কাটছে। কুলতলি ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর বাসুদেব দত্তের কথায় একেবারে সুন্দরবনের কোনায় এমনই সুন্দর পরিবেশ এখানে সমস্ত জাতের পশু পালন ও করা সম্ভব। কুলতলী ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাশগুপ্তের কথায় এই সংস্থাটি নিকটবর্তী মৈপিঠ মেরিগঞ্জ দেউলবাড়ী গোপালগঞ্জ কাজ করছেন। মৈপিঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত থেকে তারা কয়েক একর জমি লিজ নিয়ে এখানে প্রজেক্ট তৈরি করেছে। যার মাধ্যমে এলাকার মানুষদের আর্থসামাজিক উন্নতি সাধনে তারা সচেষ্ট। আগামী দিনে এলাকার মানুষদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই তারা কাজ করবে। কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার তিনি জানান আমরাও ওখানে গিয়েছিলাম এনাদের উদ্যোগ সত্যি চোখে পড়ার মতো।কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল তিনি বলেন কুলতলীর বর্ডার এই নদী সংলগ্ন এলাকার মানুষজন মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। আর এখানকার এদের প্রযুক্তি থেকে মাছ কাঁকড়া চাষ শিখেই নিজস্ব জমি কিম্বা লিজ এর জমি নিয়ে যদি চাষাবাদ করে তাহলে তাদের আর জঙ্গলমুখী হতে হবে না। যেভাবে দিনের পর দিন বাঘের আক্রমণে মানুষের প্রাণ হারাচ্ছে-বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হোক কুলতলীতে এমনই চান তিনি।কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ সাহাদাত সেখ, কুলতলি পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ হাড়োমনি নস্কর, মৈপিঠ বৈকুন্ঠপুর অঞ্চলের উপপ্রধান শঙ্কর দাস, কুলতলি পঞ্চায়েত সমিতির সদস্যা বামনী সরদার প্রজ্ঞান ফাউন্ডেশান ফর রিসার্চ এন্ড ইনোভেশন এর কিশোরী মোহনপুরের শ্রী কান্তপুর গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডঃ অসিত কুমার রায় বলেন আমরাও আগামী দিনে এলাকার মানুষের জন্য কিছু করার সুযোগ দেয়ার জন্য আমরাও কৃতজ্ঞ।