|
---|
সুবিদ আলী মোল্লা, উত্তর চব্বিশ পরগনা : পেশায় ইস্কুল শিক্ষিকা, নেশা বংশীবাদন। খুব ছোটবেলা থেকেই এই বাঁশির প্রতি প্রেম । শিল্পীর কথায় তখন ষষ্ঠ কি সপ্তম শ্রেণী। মেলা থেকে এক টাকায় বাঁশি কিনে এনেছিলেন আপন খেয়ালে। চলতো সেই বাঁশি নিয়ে খেলা। কোন এক সবজিওয়ালা রাতের বেলা ঘরে ফিরতেন আর আপন খেয়ালে বাজাতেন বাঁশের বাঁশি। সে সুরের দোলা লেগেছিল এখনকার জনপ্রিয় শিল্পী সোমা রক্ষিতের মনে। গুরুর কাছে শিক্ষা অনেক পরে শুরু হয়েছে। যদিও শিল্পীর কথায় তার সঙ্গীত গুরু অশোক চক্রবর্তীর কাছেই তার প্রকৃত বাঁশি বাদনের শিক্ষা শুরু। গতকাল ১০/৪/২০২৩ গোবরডাঙ্গা টাউন হলে তার সঙ্গীত গুরু অশোক চক্রবর্তীর সঙ্গে বাঁশিতে যুগল বন্দি হলো। ইতোমধ্যে তার বাঁশির সুর সাড়া ফেলেছে জনমানসে। তার গুরুজীর সংস্থা দেবগান্ধার ও কলতানের পক্ষ থেকে গোবরডাঙ্গা টাউন হল ও ঠাকুরনগরে তিনি প্রোগ্রাম করেছেন।