বস্ত্র বিতরণ মেমারিতে

নূর আহামেদ : মেমারি, ৬ অক্টোবর। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১২ নং ওয়ার্ডে সন্ধ্যা ৬ টা নাগাদ বস্ত্রদানের অনুষ্ঠান করা হয়। প্রায় ২০০ জন দুঃস্থ, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও পুরুষদের পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, জগন্নাথ ধোলে, অরুণ মন্ডল, মোস্তাফা কামাল মল্লিক, দেবাশীষ কোলে প্রমুখ। শহর সভাপতি স্বপন ঘোষাল বলেন, পুজোর পর বিজয়া সম্মীলনী করা হবে ১৬টি ওয়ার্ড মিলে। মানুষকে মিষ্টি মুখ করানো হবে।