|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : শনিবার সাগরদিঘীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সাগরদিঘী মডেল স্কুলের নবম তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। স্কুলের ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, নাচ-গান ইত্যাদি ছিলো চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রবীন দত্ত, সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, এছারও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সচিন পাল, বিদ্যুৎ কুমার মন্ডল, রক্তযোদ্ধা সঞ্জীব দাস, প্ৰমুখ। সাগরদিঘী মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিমুদ্দিন জানান আমাদের এ বছর নবম তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে প্রতিবছরই আমরা এই আয়োজন করে থাকি।