|
---|
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ঃ মুর্শিদাবাদ জেলার জলঙ্গীর ঝাউদিয়া গ্রামে প্রতি বছরের মতো এ বছরেও সারম্বরে উদযাপিত হচ্ছে বাউল সাধুর মেলা। ২ ও ৩ এপ্রিল গোলাম ফকিরের আশ্রমে বাংলা দেশের বিখ্যাত বাউল শিল্পী -রশিদ চাঁদ বাবার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ২দিন ধরে এই মেলার আয়োজন হয়ে থাকে।
বাউল সাধু থেকে শুরু করে এই এলাকার সাধারণ মানুষ তথা দেশ বিদেশের মানুষ এই মেলায় জমায়েত হয়। এই রাজ্যের সাথে বাংলাদেশের বিভিন্ন বাউল শিল্পী এসে লালন ফকিরের গান, রশিদ বাবার গান ছাড়াও বিভিন্ন বাউল গানে মেতে উঠে মেলা ।
শতশত মানুষের উপস্থিতি, আর বিভিন্ন ধরনের খাবারের দোকান, মনহারি দোকান পশরা সাজিয়ে বসে মেলায় । এই মেলার আয়োজনে সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।