|
---|
আজিজুর রহমান, গলসি : সাতদফা দাবি নিয়ে বাজার বন্ধ রেখে গলসি ২ নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এদিন বিকাল নাগাদ গোটা বাজারে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান শতাধিক গলসি বাজারের ব্যবসায়ী। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সম্প্রতি “অলরাউন্ডার” নামে একটি মোবাইল দোকানে ঘটে যাওয়া চুরির ঘটনার সঠিক তদন্ত করে মোবাইল ফোন উদ্ধার করা।
এছাড়া বর্ষাকালে জল জমে বাজার প্লাবিত হওয়া থেকে রক্ষা করতে ১৯ নম্বর জাতীয় সড়কের দু’পাশে পাশে থাকা নিকাশী নালাগুলির সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি বাজারের ভেতরে থাকা সমস্ত নিকাশী নালা পরিষ্কার করার প্রয়োজনীয়তাও তারা তুলে ধরেন। বাজারের অকেজো স্ট্রিট লাইটগুলো দ্রুত সারাই করার দাবির পাশাপাশি, গোটা বাজারকে যানজট মুক্ত করার জন্য বাজারে প্রবেশকারী টোটোগুলির একমুখী চলাচলের ব্যবস্থা নেওয়ার কথা বলেন তারা।
এছাড়াও, বাজার সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন এবং রাতের সময় নজরদারি বাড়ানোর জন্য দাবি তোলা হয়। বাজারের পুরনো ও অকেজো সিসিটিভি ক্যামেরাগুলির পরিবর্তে নতুন সিসিটিভি ক্যামেরা বসানোরও দাবি জানানো হয়।
গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান মণ্ডল জানান, তাদের দাবিগুলি তারা লিখিতভাবে বিডিও অফিসে জমা দিয়েছেন। গলসি ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও মিলন দীক্ষিত তাদের দাবিগুলিকে এসডিও এবং জেলা শাসকের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন।