|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলের শুরু ও ফাইনালের তারিখ জানিয়ে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
টুর্নামেন্টের শুরু ২৬শে মার্চ ও ফাইনাল ২৯শে মে। দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। যার মধ্যে ৭০টি গ্রুপ পর্বের। মুম্বই এবং পুণে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে এবারের আইপিএল। প্রতিটা দল সাতটি করে হোম এবং সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এক-একটি দল পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দু’বার করে খেলবে। বাকি চারটি দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে।
এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে দশটি দল। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। গ্রুপ এ-তে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে চেন্নাই সুপার কিংসের পাশাপাশি থাকছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স।