|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের দামপাড়া ও রমজুপাড়া গ্রামে ২টি জল ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিডিও ও পূর্ত কর্মাধক্ষ্য।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিনেই রাজনগর ব্লকের দামপাড়া এবং রমজুপাড়া গ্রামে এই দুটি জল ট্যাংকের উদ্বোধন করা হয় । একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলির উদ্বোধন করেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।
বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে দুটি গ্রামের প্রায় ৫৫০ টি পরিবার পানীয় জলের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি শামীম খান সহ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ সহ বহু বিশিষ্টজনেরা।
এ বিষয়ে রাজনগর পঞ্চায়েত সমিতির পুূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানালেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল পানীয় জল সরবরাহের। এই এলাকায় দীর্ঘদিনের জলকষ্ট ছিল। এবার সেই জল কষ্টের অবসান হলো এবং এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।
রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী আজকের দিনে জল ট্যাংকের উদ্বোধনের বিষয়ে বললেন আজ স্বাধীনতা দিবস উদযাপনের দিন। আজ একটা বিশেষ দিন। এই দিনেই আমরা দেশবাসী পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিলাম। আর আজ এই দিনেই এলাকার সাধারণ মানুষ জলকষ্ট থেকে মুক্তি পেল। আজকের দিনে এই কর্মসূচি হওয়ায় এই প্রকল্প সফলতার রূপ পেল।