|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:০৬ ই মে
গোটা দেশে করোনা উদ্ভূত পরিস্থিতিতে যখন নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অনান্য সমস্ত কিছু এমনকি কলকারখানা সহ রুজিরোজগারের সমস্ত পথ বন্ধ সেই সময় মদের দোকান খোলার সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার মালদহের চাঁচল ১নং বিডিও অফিসে এস ইউ সি আই (সি) চাঁচল লোকাল কমিটির পক্ষে ডেপুটেশন প্রদান করা হয়|এছাড়াও রেশনে দুর্নীতি বন্ধ, রেশন কার্ড হীন গ্রাহকদের রেশন প্রদান ,পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবি জানানো হয় সংগঠনের পক্ষে| লোকাল কমিটির পক্ষে কালীচরণ রায় ঝনটু রবি দাস , সমু রবিদাস প্রমুখ ডেপুটেশন প্রদান করেন ৷
বিষয়টি উর্ধ্বতন তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে বিডিও র তরফে।