বি ডি আর পরিবহন ওয়েলফেয়ার সমিতির জেলা কমিটির প্রস্তুতি সভা ইন্দাসে

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস হরিপুরের ‘ক্লাসিক রেস্টুরেন্টে ৮ ডিসেম্বর সকাল ১০-৩০ থেকে ১২ টা পর্যন্ত “বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েল ফেয়ার সমিতি”-র ইন্দাস শাখা সংগঠন এর একটি সভা অনুষ্ঠিত হলো।শুরুতেই প্রয়াত প্রাক্তন সভাপতি শ্রীকুমার সরকারের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়।অতঃপর উপস্থিত সকলের সম্মতিক্রমে নব নির্বাচিত সভাপতির পদে নিযুক্ত হলেন তপন কুমার দত্ত। ইন্দাসে যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হতে চলেছে,সেই বিষয়ের উপর আলোচনাও হয়।
ইন্দাস রেললাইন ক্রস করা প্রধান সড়ক যোজনার রাস্তা থেকে রেল স্টেশন যাওয়ার জন্য বেহাল রাস্তার মেরামতির জন্য সত্বর ব্যবস্থা গ্রহণের জন্য এক নম্বরে উল্লেখ করা হয়েছে বলে জানান সম্পাদক বিশ্বরূপ দে এবং আগামীতে সদস্য বৃদ্ধির জন্য ব্যবস্থার গ্রহণ করার বিষয়ের উপর উদ্যোগী হবারও কথা বলেন। উপস্থিত ছিলেন ইন্দাস কমিটির সম্পাদক বিশ্বরূপ দে,নতুন নির্বাচিত সভাপতি তপন কুমার দত্ত, জেলা কমিটির সদস্য সুশান্ত কুমার সাহা প্রমুখ এবং অন্যান্য বিশিষ্ট সদস্যগণ।
ছবি:-