|
---|
মলয় আদক,বজবজ,নতুন গতি : ফেসবুকের একটি গ্রূপ আমাদের বজবজ, লাইক, কমেন্ট, শেয়ার ছাড়িয়ে একে বারে রাস্তায় নেমে পড়লো সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে, বানিয়ে ফেললো “খুশির ঝুলি ” গ্রূপের অ্যাডমিন সুদূর সিঙ্গাপুরের বাসিন্দা বজবজ এর ছেলে জেনিথ সেখের অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দের পদধুলিতে পুন্য বজবজ স্টেশনে !
মহালয়ার পুন্য লগ্নে খুশির ঝুলির ফিতে কেটে শুভ সূচনা করলেন স্টেশন মাস্টার যিনি এক কথায় রাজি হয়েছিলেন আমাদের বজবজের খুশির ঝুলিকে স্টেশনের মধ্যে জায়গা দিতে, প্রথম দিনেই গোটা বজবজে সারা ফেলে দিলো খুশির ঝুলি,প্রচুর মানুষ জন তাদের ভালোবাসার উপহার দিয়ে ভরিয়ে দিলো খুশির ঝুলি, শুধু বস্ত্র নয় সঙ্গে ছিল হরেক রকমের খাবার দাবার, অসহায় মানুষগুলির মুখ গুলি সত্যি খুশিতে জ্বলজ্বল করছিলো ওই সময়, বেশ আনন্দের সঙ্গেই আট থেকে আশি নিজেরাই বেছে নিচ্ছিলো তাদের প্রিয় জিনিস গুলি খুশির ঝুলি থেকে, সত্যি ইচ্ছে থাকলে যে কি না করা যায় ! করে দেখালো বজবজের ফেসবুক গ্রূপ “আমাদের বজবজ “