|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মালদা পুরাতন মালদার মহিষবাথানির এক সংখ্যালঘু নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই মারধরের ঘটনায় দুটি পা ও একটি হাত ভেঙেছে আবদুর রহমান নামে ওই বিজেপি নেতার। মারধোর করা হয়েছে তার স্ত্রী ছবি বিবিকেও। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে আবদুর রহমান বাড়ির বাইরে বের হলে তার ওপর চড়াও হয় এলাকার তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। মাটিতে ফেলে উলঙ্গ করে রড ও লাঠি দিয়ে পেটানো হয় তাকে।
স্বামীকে বাঁচাতে গেলে ছবি বিবিও আক্রান্ত হন বলে অভিযোগ। মারধরের জেরে আবদুর রহমানের দুটি পা ও একটি হাত ভেঙে যায়। ছবি বিবির দাঁত ভেঙে যায়। আক্রমণের হাত থেকে কোনও রকমে রক্ষা পান আবদুর বাবুর ছেলে মোজাম্মেল হক। তিনি ২৯ নম্বর জেলা পরিষদের বিজেপি সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি। মোজাম্মেল হক অভিযোগ করেন, আমরা বিজেপি করি বলে আমাদের ওপর অত্যাচার করত মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জাহাঙ্গীর আলম। আজ তার নেতৃত্বে আমার বাবা মা’র ওপর হামলা চালানো হল। ভোটের আগে ফের সন্ত্রাস ছড়াতে চাইছে তৃণমূল। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ওই ঘটনায় এগারো জনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।