মনসা পুজোর চাঁদা না দেওয়ায় পরীক্ষার্থীদের মারধর ও গাড়ি ভাঙচুর

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: মনসা পূজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় পরীক্ষার্থীদের গাড়ি ভাঙচুর করল ভীমপুর থানার অন্তর্গত পোড়াগাছায়। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় এর প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজে। পরীক্ষা দিয়ে বাড়িফিরছিলেন চাপড়া মহাবিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীরা হঠাৎই তাদের গাড়ি আটকে বলতে থাকে যে, এখানে মনসা পূজো হচ্ছে এই পুজোর চাঁদা দিতে হবে। ওই ছাত্র-ছাত্রীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদেরকে বেধড়ক মারধর করে ও গাড়ি ভাঙচুর করে।পুলিশকে খবর দিলে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।