|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বিশ্বকর্মা হল হিন্দু দেবতা। হিন্দু পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা ব্যবস্থায়ী সমিতি ও বাস মালিক সমিতি ইউনিয়নের উদ্যোগে বুধবার বিশ্বকর্মা পুজো হয়েছিল। এবারে পুজো ৩০ তম বর্ষে পর্দাপন করছে।আজকে বিশ্বকর্মা দ্বিতীয় দিনে পড়ছে। পুজো উদ্যোক্তা জানিয়েছেন পুজোর বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে। মালডাঙ্গা ব্যবস্থায়ী সমিতি ও বাস মালিক সমিতি ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর থিম হল পরিবেশ রক্ষা। পুজ উপলক্ষে পুজো উদ্যোক্তারা বার্তা দিচ্ছেন গাছ লাগান প্রাণ বাঁচান জল অপচয় করবেন না। পুজো উপলক্ষে সাধারণ মানুষের জন্য ভোগ খাওয়ানো হয়।