অমিত শাহের কোচবিহার সফরের আগে, পার্থর হাত ধরে যুব মোর্চা ছেড়ে পঞ্চাশ জনের বেশি সদস্য তৃণমূলে কংগ্রেসে যোগদান করলেন

নতুন গতি ওয়েব ডেস্ক: কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেনাপতি অমিত শাহ। তার সফরের ঠিক আগের দিন বুধবার বিজেপির যুব মোর্চার মোহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 50 জনের বেশি সদস্য। এদিন তৃণমূল দলীয় কার্যালয় 26 নাম্বার মন্ডলের 50 জন যুব মোর্চার সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

    তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। একই সাথে তিনি বলেন, বিজেপিতে বঞ্চনা এবং ধর্মীয় সুরসুরি সহ্য করতে না পেরে যুব মোর্চার এই সদস্যরা তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন হাতে। আগামী বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করবেন।

    একই সাথে পার্থ প্রতিম রায় অভিযোগ করে বলেন কোচবিহারে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি চারপাশে বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে রেখেছে যা কোচবিহারের বাসিন্দা হিসেবে লজ্জার এবং অপমানের। পাশাপাশি নারায়নী রেজিমেন্ট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পার্থপ্রতিম। তিনি বলেন এই সমস্ত কেন্দ্রীয় সরকারের ঢপের চপ। সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এরকম চাপ অনেক খাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, মানুষ বুঝে গেছে কেন্দ্রীয় সরকার চপ ছাড়া কিছুই খাওয়াতে পারবে না।

    অমিত শাহর কোচবিহারের সফর সফল হবে বলে দাবি করেছেন তিনি। কুচবিহারের মানুষ তার সভায় উপস্থিত হবেন না বলেও জানান পার্থবাবু। তাই আসাম এবং বিহারের বেশিরভাগ এলাকা থেকে মানুষ এনে মাঠ করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। অপরদিকে বিজেপির যুব মোর্চার সভাপতি অজয় সাহা বলেন,এর আগেও বহুবার পার্থ প্রতিম রায় তৃণমূলের লোকজনকে বিজেপি বানিয়ে যোগদান করেছে।