ভোটের আগে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোরে তিনি ঘোষণা করলেন, বাংলার ৮,২৮৯টি ক্লাবের হাতে তুলে দেওয়া হবে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘টাকা দিয়ে ভোট পাওয়া যায় না।

    এ দিন রাজ্য সরকারের সম্মাননা পেয়েছেন ক্রীড়াবিদরা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান,’১৬ জন ক্রীড়াবিদকে খেলসম্মান, ২৬ জনকে বাংলার গৌরব। ৭ জনকে ক্রীড়াগুরু ও ১ জনকে জীবনকৃতী সম্মান দেওয়া হচ্ছে। আমরা সম্মান জানাতে পেরে গর্বিত। ৮,২৮৯টি ক্লাবের হাতে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা। এর পাশাপাশি ৩৪টি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

    ক্লাবকে অনুদান দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে দান-খয়রাতির রাজনীতির অভিযোগ করেছে বিরোধী। সে দিকে ইঙ্গিত করে মমতা (Mamata Banerjee) বলেন,’৩ বছরে ১ লক্ষ টাকা করে ২৬ হাজার ক্লাবকে আর্থিক সাহায্য করা হয়েছে। কখনও কখনও শুনি ক্লাবগুলিকে কেন সাহায্য করা হবে, এনিয়ে অনেক বাবুদের রাগ আছে। ক্লাবগুলিকে সহযোগিতা করলে তো রাগের কারণ থাকতে পারে না। এই ক্লাবগুলিই তো এলাকায় মানুষের বিপদে-আপদে পাশে থাকে।