|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : বেগমপুর পল্লী উন্নয়ন কেন্দ্র” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে অবস্থিত।১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে, ওই এলাকায় বসবাসকারী বাচ্চাদেরকে নিয়ে এক সুন্দর অনুষ্ঠান করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন।সারাবছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকেন এই সংগঠন। এই দিনেই আর এক স্বেচ্ছাসেবী সংঘটন “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এর প্রতিষ্ঠাতা সাহিন মন্ডল সেখানে উপস্থিত থাকেন এবং সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণও করেন।
“সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির” প্রতিষ্ঠাতা সাহিন মন্ডল জানান যে, আগামীতে “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” অসহায় মানুষের কথা ভেবে আসাদুল দাদাদের(সংগঠনের সম্পাদক) সংগঠনের সাথে যৌথ উদ্যোগে অনেক কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে।সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন, সাহিন মন্ডল। সাহিন মন্ডল আল আমিন মিশনের প্রাক্তনী। পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য অনেক পরিকল্পনা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চলেছেন “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এবং “বেগমপুর পল্লী উন্নয়ন কেন্দ্র”।