|
---|
আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার পূর্ব সীমান্ত ইন্দাস ব্লকের মধ্যে ইন্দাস রেল স্টেশন থেকে চিচিঙ্গা,ফাটিকা ও রোল, গোপাল নগর গ্রাম পার হয়ে সোনামুখী আর বি আই ডিভিশন এর মেনে ক্যানেল ব্রিজের উপর দিয়ে সোমসার গ্রামের মাঝ বরাবর হয়ে পশ্চিম দিকে সোজা বেলুট,ভগবতী পুর ইত্যাদি গ্রামের পাশ দিয়ে বিস্তৃত হয়ে পুনরায় বাঁকুড়া বর্ধমান রোডে মিলিত হয়েছে। বামফ্রন্টের আমলে প্রধান মন্ত্রী সড়ক যোজনার প্রায় ১৮ কি মি এই রাস্তাটি তৈরি হয়। উল্লেখ্য যে, মেন ক্যানেল পার হয়ে প্রায় ২ কি মি মাঠ পেরিয়ে বাগীচা বাঁধ গ্রামের পাশ দিয়ে বাঁকুড়া বর্ধমান রোড ক্রস করেই সোমসার গ্রামের মাঝ দিয়ে পাত্রসায়ের ব্লকের হাতী তলায় পৌঁছায়। এলাকার মানুষের জন্য পথটি খুবই গুরুত্বপূর্ণ।
কিন্ত বছর দুই আগে রাস্তার সংস্কার হয় দায় সারা।ইন্দাস স্টেশন থেকে রোল গ্রামের শেষের দিকের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পায়ে হেঁটে চলাও কঠিন। রোল গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত অফিস, স্বাস্থ্য কেন্দ্র এবং জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান(১৮৯২),[রোল চৌধুরী মুহাম্মাদ তৈয়ব ইনস্টিটিউশন-উ: মা:]. ঐ বিপদ সংকুল রাস্তা দিয়েই ছাত্র ছাত্রীগণ পড়তে আসে। ইন্দাস যেতে হয় বি ডি ও, বি এল এন্ড এল আর ও, ব্লক হাসপাতাল, রেজিস্ট্রি অফিস, থানা, কলেজ ইত্যাদি প্রয়োজনীয় দোকান বাজার অফিস। ইতি পূর্বে সোমসার গ্রামের পশ্চিম দিকে রাস্তা ভাঙনের ফলে ট্রাক্টর উল্টে একজনের মৃত্যু হয়। বর্তমানে ইন্দাসের উত্তরে দ্বারকেশ্বর নদীর উপর সামড়োঘাট ব্রিজ সম্পূর্ণ হওয়ায় বড় গাড়ির যাতায়াত বেড়েই চলেছে।বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। আবার সোমসার গ্রামে সংলগ্ন দামোদর নদীর বালি ঘাট থেকেও শত শত বালির গাড়ির যাওয়া আসার অন্ত নাই। তার পরেও আছে নিয়মিত যাত্রী বাসের আনাগোনা। এই পরিস্থিতির কারণে যে কোন সময়ে বড়ো ধরনের দুর্ঘটনার খবর ভয়াবহ বেদনাদায়ক হতে পারে। স্থানীয় প্রশাসন সূত্রের খবর শীঘ্রই উত্তম রূপে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।যদিও তার আশ্বাস মিললেও আভাস দেখা যায় নাই।