বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ পঞ্চায়েত ঘেরাও

আজিজুর রহমান,গলসি : বেহাল রাস্তার সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ পঞ্চায়েত ঘেরাও করে রাখলেন গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়ুল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বহুদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় এদিন তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ঝাড়ুল গ্রাম থেকে রূপপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কারহীন অবস্থায় পড়ে আছে এবং রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া গ্রামের ছোট ছোট রাস্তার অবস্থাও শোচনীয়। বর্ষাকালে কাদা-মাটির কারণে সাইকেল, মোটরবাইক, এবং টোটো চালকদের চলাচলে ব্যাপক সমস্যা হয়। পাশাপাশি স্কুল পড়ুয়া শিশু, রোগী ও তাদের পরিজনদেরও দুর্ভোগের শেষ থাকে না। বিশেষত, জরুরি অবস্থায় রোগী পরিবহনের সময় গ্রামবাসীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়।

    এদিন, আদিবাসীদের একাংশ প্রথমে গলসি ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বিডিও) অফিসে যান এবং সেখানে একটি স্মারকলিপি জমা দেন। পরে, সেখান থেকে ফিরে পারাজ গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও রাস্তাগুলোর সংস্কার হচ্ছে না। বাধ্য হয়েই তারা এই কর্মসূচি নিয়েছেন। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

    পারাজ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুভাষ চন্দ্র ঘোষ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন এবং গ্রামবাসীদের আস্বস্ত করেন। তিনি জানান যে পরের দিন তিনি ঝাড়ুল গ্রামে গিয়ে রাস্তার অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন এবং যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শুরু করবেন। পঞ্চায়েতের আশ্বাসে তারা ঘেরাও ও বিক্ষোভ তুলে নেন।

    এক বিক্ষোভকারী বলেন, “আমরা বছরের পর বছর ধরে কষ্ট সহ্য করছি। বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। এবার আমরা ধৈর্য হারিয়েছি। যদি রাস্তা সংস্কার না হয়, তবে আমরা আমাদের দাবি আদায়ে আরও বৃহৎ আন্দোলনে যাব।”