|
---|
সংবাদদাতা : হুগলি জেলার খানাকুল বিধানসভার ১নং ব্লক চকের মোড় থেকে পাতুল সহ রাস্তার অবস্থা খুবই খারাপ ।বর্ষার জল রাস্তায় জমে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে রোগীর জন্য খুবই অসুবিধা হয়। তৃণমূল সরকারের আমলে এলাকার সব রাস্তা সংস্কার ও ঢালাইয়ের কাজ হয়েছে । এখানে সেভাবে উন্নয়ন হযনি।হিন্দু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস ।এছাড়া ও স্কুল কলেজ ছাত্র ছাত্রী পথ চলা মানুষের জন্য খুবই অসুবিধা হয় । স্থানীয় প্রধান কে জানানো হলেও বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি । বি ডি ও কে জানানো হলে তিনি বলেন দেখছি কীভাবে রাস্তা সংস্কার ও ঢালাইয়ের কাজ করা যায় ।এলাকার মানুষের দাবী শীঘ্রই রাস্তা সংস্কার ও ঢালাইয়ের কাজ যাতে সম্পূর্ণ হয় ।