|
---|
দেবজিৎ মুখার্জি, মালদা: অপহরণের ১০ দিন পর বুধবার পরিত্যক্ত একটি ডোবার পাশের মাটি খুঁড়ে উদ্ধার হয় তৃণমূল কর্মী আব্দুল বারেকের মুণ্ডহীন দেহ। এই ঘটনায় মূল অভিযুক্ত বশির-সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা সবাই তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১৪ মে রাতে মুখে কাপড় বেঁধে বশির ও তার দলবল আব্দুল বারিকের বাড়িতে চড়াও হয়ে তাকে তুলে নিয়ে যায়। মৃতের স্ত্রী বাধা দিতে এলে তাকেও মারধর করা হয়ে। ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় বারেকের পরিবার। তার ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রের বক্তব্য, এলাকা দখলকে কেন্দ্র করে এই হত্যা।