|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রেম করলে, পড়াশোনা ডকে ওঠে! এই খবরদারি শুনে বড় হয়েছেন অনেকেই৷ ছেলে বা মেয়ে প্রেম করছে না তো? চিন্তায় থাকেন বহু মা-বাবা৷ কিন্তু প্রেম যে পড়াশোনায় আরও উত্সাহ জোগায়, তার উত্কৃষ্ট নিদর্শন হলেন এ বছরের UPSC টপার কনিষ্ক কাটারিয়া৷ IIT বম্বের BTech-এর ছাত্র UPSC টপার হওয়ার জন্য ধন্যবাদ জানালেন প্রেমিকাকে৷ তাঁর কথায়, ‘আমার সাফল্যের পিছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে অন্যতম হল আমার গার্লফ্রেন্ড৷’