|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : সমাজ সেবা কোনো কর্ম নয়, সমাজ সেবা যার নেশা।মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছেলে শাহাবুদ্দিন সেখ ছোট বেলায় স্কুলের খরচ চালানোর জন্য ক্যাটারার এর কাজ করতো, এবং অনুষ্ঠান বাড়িতে কোন ভিক্ষুক বা কোনো অসহায় ব্যাক্তি আসলে সবাই তাড়িয়ে দেই কিন্তু এই ছেলে অনুষ্ঠানে র বেঁচে থাকা খাবার নিয়ে গিয়ে তাদের দিত, এই হল সমাজ সেবার প্রথম ধাপ।
পরবর্তী সময়ে ২০১৭ সাল থেকে বিভিন্ন ভাবে সক্রিয় ভূমিকা পালন করে গ্রামের ছেলে শাহাবুদ্দিন সেখ ফুটপাথে অসহায় দের খাবার খাওয়ানো, নতুন ও পুরোনো পোষাক দেওয়া, কেউ অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়া। এই রকম বিভিন্ন সমাজ সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। পরবর্তী তে দেখলো যে অনেক সমস্যার মধ্যে একটি হল মূমুষ রোগীকে রক্তদান কোনো কিছুই না ভেবে নিজে রক্তদান ও অন্যকে রক্তদান যেন নেশায় পরিনত হয়ে গেল রক্ত দান না করলে যেন তার ঘুমই আসেনা, শাহাবুদ্দিন বলেন বর্তমানে যুবক সমাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ( বিশেষত- রক্ত দান), তাই আগের তুলনায় কম কাজ করতে হয়।