|
---|
সংবাদদাতা,নতুন গতি, উত্তর 24 পরগনা : ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অভিযানে সামিল হয়েছে জাতীয় কংগ্রেসের পাশাপাশি বিভিন্ন অ কংগ্রেসী বিজেপি বিরোধী দল। জাতীয় কংগ্রেস নেতৃত্বে ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া ডিপি নগর বাজারে শুরু হয়েছে বিক্ষোভ অভিযান। শুরু হয়েছে হাত সে হাতজোড়ো কর্মসূচি। উত্তর ২৪ পরগনা জেলা ( শহর ) কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের ডাকে সাড়া দিয়ে বেলঘরিয়া শহর কংগ্রেস সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিলে আরো যেসব বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব পা মিলিয়েছেন তারা হলেন AICC সদস্য দিব্যেন্দু মিত্র উপদেশ কংগ্রেসের সম্পাদক কল্লোল মুখার্জি বেলঘরিয়া শহর কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র দে প্রমুখ নেতৃবৃন্দ ।