আবেগ চেপে রাখতে পারলেন না বেলজিয়াম গোলরক্ষক, করলেন প্রকাশ্যে চুম্বন

নিজস্ব সংবাদদাতা:   কাতারের নির্দিষ্ট আইন ভাঙ্গলেন বেলজিয়ামের গোলরক্ষক। কানাডার বিরুদ্ধে ম্যাচ জয়ের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষ হবার পরে প্রকাশ্যে চুম্বন করেন তার বান্ধবী মিশেলকে। কাতার রক্ষণশীল দেশ, প্রকাশ্যে জড়িয়ে ধরা, চুম্বন করা মানা রয়েছে কাতারে। এছাড়া প্রকাশ্যে বিয়ার সেবন করাও মানা। শুধু তাই নয় বিদেশি সমর্থকরা ম্যাচ দেখাকালীন খোলামেলা পোশাক পড়তে পারবেন না। যদিও ইউরোপ আমেরিকাতে, প্রকাশ্যে চুম্বন জড়িয়ে ধরা সাধারণ ব্যাপার। তবে কাতারে কিন্তু আইন বিরুদ্ধ।

     

     

    কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিল বেলজিয়াম, ম্যাচের ফলাফল বেলজিয়াম ১ কানাডা 0। তবে ম্যাচে জয়লাভ করতে বেলজিয়ামকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কানাডার ফুটবলাররা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। ম্যাচে শুরু হবার কিছুক্ষণের মধ্যে পেনাল্টি পায় কানাডা, তবে দুর্দান্ত গোল সেভ করেন বেলজিয়ামের গোলরক্ষক কর্তুয়া। এরপর আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ জমে উঠে। বেলজিয়াম এই ম্যাচ এক শূন্য গোলে জিতে নেয়। ম্যাচ শেষ হবার পর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি বেলজিয়াম গোলরক্ষক, প্রকাশ্যে তার বান্ধবী মিশেলকে চুম্বন করেন তিনি।