|
---|
দেবজিৎ মুখার্জি: ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংয়ের ঘর ওয়াপসির পরেরদিনই অর্জুন সিংয়ের সাংসদপদ, কেন্দ্রীয় নিরাপত্তা ও বারাকপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এমনই খবর পাওয়া গেছে সূত্র মারফত।
এই দলত্যাগে রীতিমতো চাপে পড়েছে বঙ্গ বিজেপি। দলের অন্দরেই শুরু হয়েছে একে অপরকে কাদা ছড়াছুড়ি।গেরুয়া শিবিরের আশঙ্কা, লোকসভা ভোটের আগে আরও অনেক হেভিওয়েট দল ছাড়বে। চিন্তার বিষয়, বাংলায় সাধারণ মানুষের কাছে গেরুয়া পার্টির বিশ্বাসযোগ্যতা এখন কার্যত শূন্যে পৌঁছে গিয়েছে।