|
---|
সেখ সামসুদ্দিন : আজ ২১ নভেম্বর বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তথা বিসিডিএ মেমারি জোনের আজ বার্ষিক সভা করা হয়। মেমারি এই কলেজের সভা কক্ষে উপস্থিত ছিলেন কালনা, বর্ধমান, রাণীগঞ্জ, আসানসোল মহকুমার সংগঠনের নেতৃত্ব সহ মেমারি জোনের মেমারি ১ ব্লক, মেমারি ২ সভাপতি, মন্তেশ্বর ও জামালপুর ব্লকের মেডিসিন ব্যবসায়ীবৃন্দ। এদিনের সভায় খাদ্য সুরক্ষা দপ্তরের সহযোগিতায় ফুড সেফটি বিষয়ক সচেতনতা শিবির করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান খাদ্য সুরক্ষা আধিকারিক অভীক পন্ডা, কালনা মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক শুভম ঘোষ ও কাটোয়া মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক স্বপ্নাঞ্জলী শাসমল। এদিন ওষুধ ব্যবসায়ীদের অবহিত করা হয় ফুড রেজিষ্ট্রেশন, লাইসেন্স করা কতটা আবশ্যক। অভীক পন্ডা জানান এ ধরনের সচেতনতা শিবির যে কোন সংস্থা উদ্যোগ নিলে তারা সব সময় থাকবেন।