|
---|
সংবাদদাতা : বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। কিছুদিন আগে হুগলির আরামবাগ শহরের বন্যাকবলিত হওয়ার পর মানুষের হাতে বস্ত্র তুলে দেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা বেঙ্গল ইসলামিক ট্রাস্ট।পুজো উপলক্ষে আরামবাগ শহর কালিপুর, দৌলতপুর সহ বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুঃস্থ মানুষের হাতে শাড়ী ,কাপড়, বাচ্চাদের পোশাক তুলে দেন বেঙ্গল ইসলামিক ট্রাস্টের অন্যতম কর্মকর্তা মির্জা মহ:তারিক সহ বিশিষ্টজনেরা।বেঙ্গল ইসলামিক ট্রাস্টের অন্যতম প্রধান কর্মকর্তা মির্জা মহ:তারিক বলেন আমরা আমাদের সংস্থার পক্ষ হতে কিছু মানুষের হাতে পুজোতে বস্ত্র তুলে দিলাম কারন মানব সেবা হল সবচেয়ে বড় ধর্ম মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যবোধ বলে মনে করি।উল্লেখ আরামবাগের বিভিন্ন এলাকা বন্যাকবলিত বিস্তীর্ণএলাকার বাসিন্দাদের হাতে খাদ্যদ্রব্য বিতরন করেন। বেঙ্গল ইসলামিক ট্রাস্টের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।