|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ ছাত্র-ছাত্রী,শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা,ও শুভানুধ্যায়ীদের নিয়ে সারা দিন ধরে এক আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ* *সম্পর্কে বক্তব্য, স্বরচিত ছড়া ও কবিতা পাঠ, প্লাকার্ডে স্লোগান লেখা,ক্যুইজ,গাছের পরিচর্যা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপক যথাক্রমে সুয়াইবিয়া পারভীন, তানিয়া পারভীন,মুসকান সুলতানা,সেখ মেহেরাব হাসান, সেখ সাকিব* *আহমেদ, নূরজাহান, সেখ সাহিফ আহমেদ ও নুর আলম।
উপস্থিত সকলকেই একটি ফলু ও ফলের চারাগাছ উপহার দেওয়া হয়।*
*বিশেষ বিশেষ অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন* *মোসাঃ গুলবোদন নেছা, সালমা খাতুন,সুকান্ত সমাদ্দার,* *রাখি ঘোষ প্রমুখ।*
*সমগ্র অনুষ্ঠান টি সঞ্চাচালনা করেন* *তাসমিরা খাতুন, মৌসুমি বিশ্বাস। অনুষ্ঠানটির*
*সফলতায় সার্বিক ভাবে সাহায্য করেন শিক্ষিকা ফিরদৌসী খাতুন, নারগিস সুলতানা, রানী খাতুন* *নারগিস মন্ডল। পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা।* *ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের সম্পাদক সেখ আহাসান আলি।*