পাঁচখুরিতে ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে উদ্যোগে বর্ষবরণ উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের পাঁচখুরীতে গ্রামীণ পরিবেশে গ্রামীণ সংস্কৃতির সঙ্গে সাজুয্য রেখে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার।স্থানীয় ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এবং শাঁখোটি ও সাতগেড়‍্যা গ্রামের অধিবাসীবৃন্দের যৌথ উদ্যোগে খোলা আকাশের নীচে এদিন সকালে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: বাণী রঞ্জন দে, বাঁকুড়া খ্রীষ্টান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড: ভক্তি পদ দোলই, চন্দ্রকোনারোড়ের গৌরব গুইন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড: তপন কুমার হাজরা, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশোনারা খান,প.ব.সরকারের জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উন্নয়ন দপ্তরের আধিকারিক সুখেন্দু জানা,সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মণ্ডল , কলেজের কর্ণাধার মিঠুন বারিক,লোক সংগীতশিল্পী রুমা কর ,বিশিষ্ট সংগীত শিল্পী শাওন সিংহ, বংশীবাদক কৃষ্ণদীপ সাউ, মহাবিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা-শিক্ষাকর্মী, ছাত্র- ছাত্রী ও গ্রামবাসীবৃন্দ।গ্রামের কচিকাঁচাদের নৃত্য ও ধামসা মাদল সহযোগে নৃত্য ছিল এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সুলগ্না চক্রবর্তী,অধ্যাপিকা সহেলি বেরা খান ও অধ্যাপক অমিত মণ্ডল ও সঞ্চালনা করেন কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ সিনহা।একটি আর্কষণীয় মঞ্চসজ্জায় মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রায় পৌঁছে দেন মহাবিদ্যালয়ের শিক্ষক প্রদীপ দাস ও গনেশ দাস। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক মিঠুন বারিক।