|
---|
নিজস্ব সংবাদদাতা: সোনাঝুরি এলাকায় আদিবাসীদের জমিতে রিসর্ট তৈরি করা নিয়ে ফের বেনিয়মের অভিযোগ উঠল। এই এলাকায় যে সব জমিতে রিসর্ট তৈরি করা হচ্ছে সেই জমিগুলি খাস জমি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। ভুল বুঝিয়ে এই সব জমি নিয়ে অন্য কোন জায়গা থেকে আগত রিসোর্ট মালিকদের হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । ঘটনার পরিপ্রেক্ষিতে বেনিয়মের অভিযোগ তুলে বিষয়ের তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়।সোনাঝুরির যে এলাকায় এমন খাস জমিতে রিসর্ট তৈরি করার অভিযোগ উঠেছে সেই জায়গা আগে ছিল রূপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেই সময় এই জায়গা গাড়ি পার্কিং করার জন্য রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু এই এলাকার পরবর্তীতে বোলপুর পৌরসভার অন্তর্গত হয়ে যায়। বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত হওয়ার পর এই এলাকার কাউন্সিলর সঙ্গীতা দাস এবং তার স্বামী বাবু দাস কলকাতার রিসোর্ট মালিকদের হাতে জমি তুলে দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। তাদের আরও অভিযোগ এই সব জমি বেনিয়াম ভাবে রিসোর্ট মালিকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি প্রচুর টাকার দুর্নীতি হচ্ছে।