|
---|
শেখ আব্দুল আজিম : ডানকুনিতে গভীর রাতে ডানকুনি চাকুন্দি স্টার ব্যাটারি মোড় এলাকার লিপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি ফ্যাক্টরিতে আগুন লাগে, জানা গিয়েছে প্লাস্টিক এবং কাঠের প্যালেট তৈরীর কাজ হতো ওই কারখানায়, আজ গভীর রাতে হঠাৎই আগুন লাগে, আগুন দেখে প্রথমে নাইটে ডিউটি রত সিকিউরিটি গার্ডেরা ডানকুনি থানায় খবর দেয় পরে দমকলে খবর দেওয়া হয়, ভোর সাড়ে চারটে নাগাদ দমকলের প্রায় ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে, কারখানার আশেপাশে জলের যোগান না মেলায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে, যদিও দমকলের বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, ঘটনায় কোনো হতাহতের খবর নেই।