|
---|
কলকাতা, 2 জুন 2023 :1896 সালে শুরু হয় অলিম্পিক খেলা, সেই থেকে এখন পর্যন্ত বিশ্বের নানান দেশ থেকে নারী পুরুষ উভয় অংশগ্রহণ করতে থাকে, ভারতও অংশগ্রহণ করে 1990 সালে। পশ্চিমাদের মানচিত্র দেখতে গেলে দেখা যাবে শুধুই নারী নির্যাতন অসন্মান যৌন হেনস্থা, সেখানে ভারতে বসবাস করা নানান জাতি ধর্মের সংস্কৃতি দেশকে দান করেছে বিশ্বের মধ্যে সন্মান মর্যাদা, সেই সন্মান মর্যাদাকে বজায় রাখতে বেটি বাঁচাও বেটি পড়াও এর যোজনা তৈরি করা বিজেপি নেতা মন্ত্রী দ্বারাই পৃথিবীর সামনে দেশকে সন্মানী করে তোলা মহিলা খেলোয়াড়দের সাথে যৌন হেনস্থা দেশের 142 কোটি মানুষের কাছে দুঃখজনক যার তীব্র প্রতিবাদ জানাই সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া ।
উল্লেখ যে 23 এপ্রিল থেকে দিল্লির জনতর মনতরে আন্দোলন করতে থাকে ভিনেস ফোগাট, সাকসি মালিক,বাজরাং পুনিয়া অলিম্পিক পদক জিতে আনা খেলোয়াড়রা, তাদের আরোপ ভারতীয় রেস্টলিং ফেডারেশনের সভাপতি তথা বিজেপি মন্ত্রী ব্রিজ ভূষাণ সিং তাদেরকে যৌন হেনস্থা করেছে, তারা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা অভিযোগ দায়ের করেনি, তাদের আরোপ মিথ্যা বলে সবাই তাদের সন্মান নিয়ে হাসাহাসি করতে থাকলে তারা বাধ্য হয়ে ন্যায় বিচার চাইতে, মন্ত্রী ব্রিজ ভূষাণ সিং কে গ্রেফতারের দাবি জানিয়ে দিল্লিতে আন্দোলমুখি হয়, এবং তার পর থেকে শুরু হয় তাদের উপর সরকার দ্বারা নির্যাতন।
তাদের বিক্ষোভ স্থানের কারেন্ট কেটে দেওয়া হয়, উঠিয়ে দেওয়ার জন্য নানান পরিকল্পনা হয় এবং শেষ পর্যায়ে 28 মে নতুন পার্লামেন্ট উদ্বোধনের দিনই খেলোয়াড়দের জনতর মনতর থেকে উচ্ছেদ করার জন্য জোরপূর্বক ভাবে প্রশাসন দ্বারা বল প্রয়োগ করে তুলে নিয়ে যাওয়া হয়, খেলোয়াড়রা প্রতিবাদের খাতিরে নিজেদের পদক নদীতে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।
সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া দেশব্যাপী কাজ করে ক্ষুধা মুক্ত ও ভয় মুক্ত ভারত তৈরি করার জন্য, অতে আজকে যেখানে দেশের সর্বোচ্চ সন্মানী মহিলাদের যৌন হেনস্থার পরেও ন্যায় বিচার মেলেনা সেখানে সাধারণ যেকোনো মেধাবী মহিলা তারা সর্বদা এই ভয়ের মধ্যে থাকবে যে কালকে হয়তো আমাকেও কেউ কোনো অফিসার নেতা মন্ত্রী বলবে আমার সাথে এক রাত থাকো তুমি জয়ী হয়ে যাবে, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বর্তমানে মহিলা খেলোয়াড়দের উপর হওয়া যৌন হেনস্থা ও ভবিষ্যতে দেশের মহিলাদের যৌন হেনস্থা নামক ভয় থেকে মুক্তি দিতে, বিজেপি মন্ত্রী ব্রিজ ভূষাণ সিং-এর গ্রেফতারের দাবি জানিয়ে ও খেলোয়াড়দের আন্দোলনে অংশগ্রহণ করতে দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করলো আজ।
সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন 2012 সালে নিয়ে আসা POCSO আইন দ্বারা কেনো মন্ত্রী ব্রিজ ভূষাণ সিং কে গ্রেফতার করা হচ্ছে না? পদক জিতে আনার সময় যেই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিয়েছিল তাদের, 2016 সালে যেই হরিয়ানার মুখ্যমন্ত্রী 2 কোটি 50 লাখ টাকার চেক হাতে দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও এর যোজনা brand ambassador বানিয়ে ছিল তাদের তাহলে আজকে কেনো তারা নির্যাতিতদের পাশে দাঁড়াচ্ছে না? ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে না? কেনো তাদের দাবি শুনতে চাইছে না? এগুলো কি মন্ত্রীকে বাঁচানোর জন্য নয়? সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া সর্বদা সবার আগে নির্যাতিতদের হয়ে পথে নেমে আওয়াজ তুলে এসেছে, আজকেও সারা দেশব্যাপী খেলোয়াড়দের হয়ে আন্দোলন করেছে, কেরালার রাজ ভবন পর্যন্ত ম্যারাথন দৌড় করেছে, তামিল নাডু কর্নাটকা সহ বাংলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে, দোষীদের শাস্তি দেওয়া হোক, দেশে মহিলারা সুরক্ষিত সন্মানিত তা বিশ্বের সামনে তুলে ধরা হোক।