ভগবানগোলা প্রিমিয়ার লিগ পাঁচদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের তিসি ফার্মেসি( BMC) কাপের ফাইনাল খেলা হয়।

সংবাদদাতা : ৬ই অক্টোবর শুরু হয়েছিল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের ভগবানগোলা হাইস্কুল ময়দানে ১২টিমকে নিয়ে পাঁচ দিনব্যাপী প্রিমিয়ার লিগ ( বর্ষ -১)তিসি ফার্মেসি কাপ। টুর্নামেন্টেটি পরিচালনা করে ভগবানগোলা একাদশ। নির্ধারিত দিনে অর্থাৎ আজ ১০ই অক্টোবর ফাইনাল খেলাটি আমরা সবাই একাদশ বনাম রকি একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে রকি একাদশ প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়।রকি একাদশ নির্ধারিত দশ ওভারে ৬ উইকেটের হারিয়ে ১৪৯ রান করে। অপরদিকে আমরা সবাই একাদশ খেলতে নামে ১৪৯কে টার্গেট করে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে।৩৬ রানে আমরা সবাই একাদশকে রকি একাদশ হারিয়ে টুর্নামেন্টের সেরা হয়। এই টুর্নামেন্টের উল্লেখযোগ্য হলো আকাশ হোসেন প্রমানিক ওরফে বিদ্যুৎ ২৯বলে ১০২ রান করে প্রথম সেঞ্চুরির হকদার হন এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এর স্বীকৃতি অর্জন করেন।চার ম্যাচে ১০টা উইকেট পেয়ে বেস্ট বোলার হিসেবে অধিকারী হন রাকিব। প্রথম ম্যাচের ম্যান অফ ম্যাচ হন সম্পদ সরকার তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। অপরদিকে রাকিব ম্যান অফ দা ম্যাচ হন, তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার।এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রকি একাদশ তাদের হাতে তিসি ফার্মেসি কাপ ( BMC)টি তুলে দেন স্হানীয় বিধায়ক ইদ্রিস আলী।এই ক্রিকেট টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান,সেরা ক্যাচ নেওয়ার অধিকারী,সেরা টুর্নামেন্টের অধিকারী হয়ে সবার মন কেড়ে নেন আকাশ হোসেন প্রমানিক ওরফে বিদ্যুৎ।
বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষণে বলেন, আমি এই টুর্নামেন্টের ৬ই অক্টোবর উদ্বোধন করেছিলাম সেদিন ও খুশি হয়েছিলাম আর আজকে এই টুর্নামেন্টের ফাইনাল দিনে থাকতে পেরে খুব ভালো লাগছে। কামনা করি ভগবানগোলার এই ক্রিকেট খোলোয়াড়রা আরো বেশী নামজাদা হোক। ভবিষ্যতে এরা বাঙলা এবং ভারতবর্ষে টিমে সুযোগ পাক এবং ভগবানগোলার মুখ আরো উজ্জ্বল করুক।এই টুর্নামেন্টের কয়েকটি খেলোয়াড়দের নাম করা সত্যি দরকার, তারা হলেন,আকাশ হোসেন প্রমানিক ওরফে বিদ্যুৎ,রাকিব,সফিক সাদিক প্রমুখ।বিজয়ী দলের এবং পরাজিত দলের হাতে টুর্নামেন্টের সেরা উপহার তিসি ফার্মেসি কাপ (BMC)কাপ দুটো তুলে দেন স্হানীয় বিধায়ক ইদ্রিস আলী এবং ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার।এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ইমরান হোসেন প্রমানিক ওরফে রকি, খোলোয়াড়দের, দর্শকদের এবং বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান।উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের নেতা সাবিরুল ইসলাম, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ, পন্চায়েত সমিতির সদস্য সাকির আলী, মনসুর আলী প্রমুখ।