চরনিকার আয়োজনে আজ পালিত হল “ভগৎ সিং শহিদ দিবস”

চরনিকার আয়োজনে আজ পালিত হল “ভগৎ সিং শহিদ দিবস”

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : চরনিকার আয়োজনে আজ পালিত হল “ভগৎ সিং শহিদ দিবস”। ভগৎ সিং এর ছবিতে মাল্যদান করেন চরনিকার উপদেস্টা কমিটির সদস্য, হিজল পারে পত্রিকা র সম্পাদক, বহরমপুর মনীষা স্মারক কমিটির সদস্য, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের কর্মী মাননীয় শ্রী গৌতম সাহা মহাশয়। পুস্প অর্পণ করেন শিক্ষক, কান্দি মনীষা স্মারক পাঠাগার এর সম্পাদক শ্রী সুখেন হালদার মহাশয়, শিক্ষক, নেতাজি ১২৫ তম জন্মদিবস উৎযাপন কমিটির সম্পাদক নাট্য শিল্পি শ্রী পার্থ মন্ডল, সঙ্গীত শিল্পী শ্রী প্রশান্ত ঘোষ প্রমুখ।

     

    নতুন একটি সঙ্গীত গোষ্ঠীর সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রশান্ত ঘোষ, তন্ময় পাল, ভ্রমর দাস, প্রশান্ত পাল, শ্রেষ্ঠাংশু দাসে, পার্থ মন্ডল, তবলা কপিল চ্যাটাজি। ভগৎ সিং এর জীবন থেকে শিক্ষকা গ্রহণ করে বর্তমান সময়ে আমাদের কি করণীয় তার উপর আলচনা করেন গৌতম সাহা মহাশয়। সমাপ্ত সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।