ভগবানগোলায় তৃর্ণমূল কংগ্রেসের মহিলা কমী এলাকার নেতাকর্মীরা এক হওয়ার আওয়াজ তুললেন ইদ্রিশ আলি

সংবাদদাতা : ১৬ই মার্চ, মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার কেন্দ্রের হাবাসপুর অঞ্চলের তৃর্ণমূল কংগ্রেসের এক কমী সভা হয়। দুপুর বেলা বারোটার সময় হাসপাতাল মাঠে অনুষ্ঠিত এই কর্মী সভায় এলাকার সমস্ত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মহিলাদের সংখ্যাই ছিল চোখে পরার মত। ভগবানগোলা বিধানসভার কেন্দ্রের তৃর্ণমূল কংগ্রেসের প্রাথী ইদ্রিশ আলি বলেন, আপনারা জননেত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আমাকে জিতান, আমি এখানে ঘর নিয়ে থাকব, এবং এখানকার ভোটারও হয়ে যাব। যেমন আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ভোটার হয়ে ছিলাম।তিনি আরও বলেন, এখানকার বিধায়ক হলে আমার প্রথম কাজ হবে ভগবানগোলায় একটি কলেজ তৈরি করা এবং মানুষ যাতে আসি’নিক মুক্ত জল পাই তার ব্যাবস্থা করা ।জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা কে অব্যাহত রেখে নেত্রীর আদেশ অনুযায়ী ভগবানগোলা কে নতুন করে সাজাবো ।
ভগবানগোলার এক নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকার ওরফে রাজেশ বলেন, বিজেপির সঙ্গে সুর মিলিয়ে যারা প্রাথী ইদ্রিশ আলিকে বহিরাগত বলছেন তারা নন্দীগ্রামের প্রাথী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কে অপমান করছেন।  অনেক বহিরাগত মানুষ যা কাজ করেন এলাকার মানুষ হয়েও জিতে তারা সেই কাজ করেন নি। অনেককে দেখাই পাওয়া যাই না ।
সভায় সভাপতিত্ব করেন অন্চল সভাপতি পিয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগবুল ইসলাম, নজরুল ইসলাম , নেকদার হোসেন, প্রবীর বাইতি, মিঠু সেখ, গোলাম মোস্তফা , সেখ ইব্রাহীম ওরফে মহাবীর প্রমুখ।