|
---|
মো: নাজমুস সাহাদাত,মোথাবাড়ি, নতুন গতি
সম্প্রীতি অটুট রাখতে ভাইফোঁটার আয়োজন মালদহের মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে। এই আয়োজনের কর্মসূচীর উদ্যোগ নেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন। শুক্রবার দিন গন ভাইফোঁটার আয়োজন করা হয় মোথাবাড়ি এলাকার চৌরঙ্গী মোড়ে।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভাই-বোনদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই গণ ভাইফোঁটার অনুষ্ঠান। এদিকে বিধায়িকা সাবিনা ইয়াসমিন ছোট বড় সকল ভাই-বোনদের মুখে মিষ্টি তুলে, কপালে ভাইফোঁটার টিপ পড়িয়ে সকলের মুখে হাসি ফোটাল বিধায়িকা সাবিনা ইয়াসমিন।তিনি নিজে মোথাবাড়ি থানায় গিয়ে পুলিশ কর্মী ও অফিসারদের মিষ্টি মুখ করান এবং ভাইফোঁটায় সামিল হন।বিধায়িকা সাবিনা ইয়াসমিন এর বক্তব্য, আমরা মোথাবাড়ির সকল মানুষদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি আমরা সকলে মিলেমিশে সকল প্রকার অনুষ্ঠান করে থাকি আগামীতেও আমরা এইভাবেই মিলেমিশে থাকব। অবশেষে সকল শিশু ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে পেন তুলে দিয়ে অনুষ্ঠানসূচী শেষ করেন।
এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন তৃনমুল নেতা মীর জিনাতুন আলী,আসাদুল আহমেদ,আব্দুল হামিদ প্রমুখ।